জে ভাইজান, আপনি যা বলেছেন ঠিক বলেছেন।
লিখেছেন লিখেছেন আমীর আজম ১৯ মে, ২০১৪, ১০:৫৫:৩১ রাত
দুই বন্ধুর কথোপকথন :
- দোস্ত আমি ভাল নাই। মন খুব খারাপ।
- কেন কি হইছে ?
- সংসারে অশান্তি। বউ তো কোন কথাই শোনে না। সারাদিন তর্ক করে।
- আমাদের মধ্যেও তর্ক হয়। কিন্তু শেষ পর্যন্ত আমার বউ তো আমার কথাই মেনে নেয়।
- তাই নাকি !!! দোস্ত ক্যামনে করিস এটা বলনা প্লিজ।
- বরাবরই আমার শেষ কথা থাকে যে, 'জি, তুমি যা বলেছ ঠিক বলেছ।'
..........................
হন্তদন্ত হয়ে ছুটে চলছে এক ভাই। তাকে থামালাম।
- ভাই কই যান.? আপনার সাথে আমার কথা আছে।
- কি বলবা তারাতারি বল। হাতে সময় কম।
- ভাই, জামায়াতে ইসলাম তো নাকি নরেন্দ্র মোদীরে শুভেচ্ছা জানাইল।
- তাই নাকি। তো আমি কি করব.?
- না মানে কাজটা কি ঠিক হইল, নাকি বেঠিক হইল.?
- দেখো, মাথার উপর এমনিতেই যে দায়িত্বের বোঝা চেপেছে, এটা নিয়েই কুল কিনারা পাচ্ছি না। এসব নিয়ে চিন্তা করার সময় নাই।
- কিন্তু চারদিকে তো ঝড় উঠে গেছে।
- তাকে শুভেচ্ছা জানানো হবে কি হবে না, এ ব্যাপারে আমার কোন দায়িত্ব নাই। আর আমার কাছে পরামর্শ চাওয়াও হয় নাই। তাই আল্লাহর কাছে আমার কোন জবাবদিহিতাও নাই। যারা পরামর্শ করে কাজটি করেছে, ঠিক হইছে নাকি বেঠিক হইছে তারাই জবাবদিহি করবে।
- তবুও ভাই। আপনার কি মনে হয়.?
- দোয়া করিও যদি কোনদিন এরকম পজিশনে যাইতে পারি। তখন এসব ব্যাপার নিয়ে চিন্তা করব।
যা বোঝার বুঝে নেন। অযথা তর্ক কইরেন না। তর্ক করে মজা পাইবেন না। কারণ উপরের গল্পের মত আমারও শেষ কথা হইবে, 'যে ভাইজান আপনি যা বলেছেন ঠিক বলেছেন।'
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন